ভালোবাসার পরশে তৈরি, আপনার জন্য একদম খাঁটি। WhatsApp করুন:    01715-944262

টেস্টোরা সম্পর্কে কিছু কথা

সততার স্বাদে জীবন উৎসব

ঘরের সেই চেনা স্বাদ, আবারও খুঁজে পাই টেস্টোরায়

অনলাইনে যত খাবারই থাকুক, কোনো কিছুতেই খুঁজে পাইনি মায়ের হাতের সেই চেনা স্বাদ।
কখনো স্বাদের ঘাটতি, কখনো মানের। আবার কোথাও নেই হাইজিন বা নিরাপত্তার নিশ্চয়তা।
এই অভাব থেকেই শুরু টেস্টোরার অদম্য যাত্রা – নতুন প্রজন্মের হাতে তুলে দিতে মায়ের হাতের রান্নার স্বাদ,
আর একটুকরো বিশ্বস্ত, ঘরোয়া ও মানসম্মত খাবার।

টেস্টোরা মানে শুধু খাবার নয় – এটি এক চিমটি অতীত, এক ফোঁটা মাটির গন্ধ, আর এক চিলতে মায়ের হাতের স্পর্শ।
প্রাচীন রেসিপি, বিশুদ্ধ উপাদান আর নিখাদ যত্নে তৈরি প্রতিটি পণ্য পৌঁছে যায় আপনার ঘরে – যেন শহরের ব্যস্ততার মাঝেও ফিরে পান গ্রামের মাটির টান।

আমরা বিশ্বাস করি, খাবার কেবল পেট ভরায় না—
এটা হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি করে।

আপনারাই আমাদের প্রেরণা, আপনাদের ভালোবাসাই আমাদের চলার শক্তি।
টেস্টোরা – শুধুই স্বাদ নয়, একটুখানি ঘর, একটুখানি মায়ের স্নেহ, আর অঢেল যত্ন।

Coconut Laddu ( নারিকেলের নাড়ু )